• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই শতাধিক পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ  

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৩  

 
বিরলে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র সহায়তায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুই শতাধিক ব্যাক্তি ও পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি উপহার প্রদান করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়। 

মঙ্গলবার বিজয়া দশমীর দিনে উপজেলার ভান্ডারা ইউনিয়নের বেতুড়া বাজার সার্বজনীন দূর্গা পূজা মন্ডপে আকস্মিক ও ব্যতিক্রমী এ উপহার পেয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের সদস্যগণ সন্তুষ্টি প্রকাশ করেন।

শাড়ী ও লুঙ্গি বিতরণকালে রমাকান্ত রায় বলেন, পূজায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারসমূহে বাড়তি আনন্দ ও দূর্গোৎসব আনন্দঘন পরিবেশে উপভোগ করার জন্য বিরল-বোচাগঞ্জের মানুষের উন্নয়নের কান্ডারী নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র সহায়তায় আজকের এই আয়োজন। 

এ সময় বক্তব্য রাখেন, বিরল প্রেস ক্লাবের সাবেক সভাপতি তাজুল ইসলাম, রমাকান্ত রায় এর পত্নী লিভা রাণী রায়, ভান্ডারা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অনীল চন্দ্র রায়, দূর্গা পূজা মন্ডপের সভাপতি ফন্টু চন্দ্র রায় প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মহেশ চন্দ্র রায়। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –